Connect with us

দেশজুড়ে

বেনাপোল কাস্টমস হাউসে বিশ্বব্যাংক প্রতিনিধি-বিজিবিসহ বিভিন্ন সংগঠনের সভা

Published

on

benapole-customs20151008132036

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: বন্দর থেকে দ্রুত পন্য খালাশ ও আমদানি রফতানি বানিজ্যকে আরো গতিশীল করতে বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে মঙ্গলবার সকালে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে কাস্টমস,বন্দর, বিজিবি ,সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, আমদানি রফতানি কারক, উদ্বিদ সংগনিরোধ,ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার প্রতিনিধি দলের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

কাস্টমস কমিশনার এ এফএম আব্দুল্লাহ খানের সভাপতিত্বে কাস্টমসও বন্দরের বিভিন্ন সমস্যা ,বিএসটিআই অফিস স্থাপন ও বন্দরকে অটোমেশনের আওতার আনা সহ দ্রত পণ্য খালাশের বিষয়ে বক্তব্য রাখেন, বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট স্টিফেন মুলার, জবায়ের মাহমুদ,কাস্টমস এর অতিরক্তি কমিশনার ফিরোজ উদ্দিন আহমেদ,যুগ্ন কমিশনার মোস্তাফিজুর রহমান,বন্দরের ডেপিুৃটি ডাইরেক্টর মনির হোসেন, সিএন্ড্ এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ন সাধারন সম্পাদক মহসিন মিলন, ইন্ডিয়া বাংললাদেশ চেম্বারের পোর্ট কমিটির চেয়ার‌্যমান মতিয়ার রহমান,

সভা শেষে দ্রুত পন্য খালাশ নিশ্চিত করতে ও আমদানি রফতানি বানিজ্যকে আরো গতিশীল করতে কাস্টমস কমিশনারএ এফএম আবদুল্লাহ খানকে সভাপতি করে ১৬ সদস্য বিশিস্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটি ১৫ দিন পর পর সরেজমিন সমস্যা গুলো চিনহিত করে তা দ্রæত সমাধান করবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *