Connect with us

চট্রগ্রাম

শামসুল আলম স্মৃতি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর শুভ উদ্ভোধন

Published

on

DSC_0957

শামসুল আলম স্মৃতি জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর শুভ উদ্ভোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস জিমন্যাশিয়ামে বুধবার শামসুল আলম স্মৃতি জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্ভোধীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যাম্পিয়নশীপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এস এ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম, সিজেকেএস এর যুগ্ম-সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহব্বায়ক আমিনুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজিজ জিলানী। এসময় সিজেকেএস এর সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোজাম্মেল হক, মোঃ হাফিজুর রহমান, ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সামসুল আরেফিন ফিরোজ, কোষাধ্যক্ষ শফিউর রহমান মন্টু, এস এ গ্রæপের ডিএমডি শাহারিয়ার আরেফিন আলম, সিজেকেএস এর নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাশেম, জহির আহমদ চৌধুরী, সৈয়দ আবুল বশর, মোঃ শাহজাদা আলম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, মোঃ মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, তানভীর আহমেদ চৌধুরী, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি সহ সিজেকেএস এর কাউন্সিলর, ক্রীড়া সংগঠক, চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী ৪৫ টি দলের খেলায়াড় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস এর সাবেক নির্বাহী সদস্য জাহেদুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শুরুতেই চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ক্রীড়া সংগঠক, সিজেকেএস এর যুগ্ম-সম্পাদক সদ্য প্রয়াত আল্লামা মোঃ ইকবাল ও সিজেকেএস এর আজীবন সদস্য প্রকৌশলী মাহমুদ উল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাতে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। চ্যাম্পিয়নশীপের প্রথম দিনে বালক একক, বালিকা একক ও বালক দ্বৈতে মোট ৯৮টি খেলা অনুষ্ঠিত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *