Connect with us

ঢাকা বিভাগ

কালকিনিতে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

Published

on

kalkini-19-01-16আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষদের হয়রানী করতে মিথ্যা ঘর পোড়ানো মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। গতকাল(মঙ্গলবার) সকালে শতাধিক গ্রামবাসী উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।
গ্রামবাসী জানায়, উপজেলার ১৪৬নং উত্তর চর রমজানপুর মৌজায় ৫৬০১নং দাগে ৪১শতাংশ জমি নিয়ে তমিজউদ্দিন রাঢ়ির ছেলে জাহাঙ্গীর রাঢ়ির সাথে একই গ্রামের মোজাহার বেপারীর মেয়ে পপি বেগমের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। এনিয়ে কোর্টে মামলাও চলছে। কিন্তু পপি বেগম কোর্টের রায়ের আশায় অপেক্ষা না করে তার বড় বোন মরিয়ম বেগমের সহযোগিতায় লোকজন নিয়ে উক্ত জমিতে জোরপূর্বক একটি রান্না ঘর উত্তোলন করে। আর রাতে তাতে অগ্নীসংযোগ করে প্রতিপক্ষদের ফাঁসাতে কোর্টে একটি বসত ঘর পোড়ানোর অভিযোগ এনে মামলা দায়ের করে। এঘটনায় গ্রামের নিরহ সাধারন মানুষদের আসামী করে হয়রানী করায় ক্ষোভে ফুসে ওঠে গ্রামবাসী। তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবীতে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *