Connect with us

দেশজুড়ে

আড়ানীতে মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিলেন নবনির্বাচিত মেয়র

Published

on

রাজশাহীসেলিম ভান্ডারী, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকা থেকে হিরোইন, ইয়াবা ও গাঁজসহ এক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিলেন নবনির্বাচিত মেয়র মুক্তার আলী।
নবনির্বাচিত মেয়র মুক্তার আলীর নির্বাচিত প্রতিশ্রুতির মধ্যে একটি। শপথ নেওয়ার আগেই গতকাল মঙ্গলবার আড়ানী চকসিংগা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২৮) কে ইয়াবা ১০ পিচ, গাঁজা ১০০ গ্রাম, হেরোইন ৭০ পুড়ি, দিয়াশালাই লাইট ৫০টি, হিরোইন সেবনের পাইব ১০টি, নিক্তি একটি, চাকু একটি, বেøড ৫০টিসহ হেরোইন ও গাঁজা সেবনের সামগ্রীসহ নিজ বাড়ি থেকে পুলিশে ধরিয়ে দিয়েছেন নবনির্বাচিত মেয়র মুক্তার আলী।
নবনির্বাচিত মেয়র মুক্তার আলী জানান, আড়ানীতে আরো মাদক ব্যবসায়ী আছে। তাদের কেউ পর্যায় ক্রমে ধরে পুলিশের কাছে দেওয়া হবে। আমার নির্বাচিত প্রতিশ্রুতি ছিল মাদকমুক্ত পৌরসভা গঠন করা। আমি চেষ্টা করে যাচ্ছি। আমার বুধবার শপথ গ্রহন আছে। দায়িত্বে নেওয়ার পরম মাদক মুক্ত পৌরসভা গঠনের জন্য সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাব।
বাঘা থানার এস আই নুরে আলম জানান, তার নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা দেওয়া হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *