Connect with us

খেলাধুলা

মেসির গোলে বার্সার জয়

Published

on

messi4ক্রীড়া ডেস্ক: মুনির আল হাদ্দাদি ও লিওনেল মেসির গোলে চলতি লা লিগার আসরে ফের শীর্ষে উঠল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মালাগার ঘরের মাঠে আতিথ্য নিয়ে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে লুইস এনরিকের শিষ্যরা। ফলে, ২০ ম্যাচে সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ইনজুরি থেকে মেসি ফিরলেও এ ম্যাচে ইনজুরি কেড়ে নেয় ব্রাজিল তারকা নেইমারের মাঠে নামার সম্ভাবনা। নেইমারের বদলি হিসেবে মাঠে নামা তরুণ তারকা স্ট্রাইকার মুনির আল হাদ্দাদি দলের জয়ে একটি গোলও করেন। বার্সার প্রথম একাদশে মাঠে নামেন ক্লদিও ব্রাভো, অ্যালেক্সিজ ভিদাল, মাশচেরানো, ভারমায়েলন, আদ্রিয়ানো, আরদা তুরান, বাসকুয়েটস, আন্দ্রেস ইনিয়েস্তা, মেসি, লুইস সুয়ারেজ ও মুনির।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে বার্সাকে লিড পাইয়ে দেন মুনির। মালাগাকে ম্যাচের প্রথম থেকেই চেপে ধরে খেলতে থাকে অতিথিরা। তবে, ৩২ মিনিটের মাথায় সমতায় ফেরে স্বাগতিকরা। অলিভেইরার অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান হুয়ান পাবলো অ্যাকোস্টা।

বিরতির আগে ১-১ এ সমতা রেখে বিশ্রামে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে আদ্রিয়ানোর সহায়তায় গোল করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি। আর্জেন্টাইন ক্ষুদে এ জাদুকরের গোলে ২-১ এ লিড নেয় বার্সা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল পায়নি দুই দল। ফলে, আতিথ্য নিয়ে ২-১ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে বার্সা।

এ ম্যাচের পর শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৪৮ হলেও সমান ২০ ম্যাচ খেলে টেবিলের দুইয়ে রয়েছে ৪৭ পয়েন্ট পাওয়া দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ৪৩ পয়েন্ট পাওয়া ২০ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ টেবিলের তিন নম্বরে অবস্থান করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *