Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Published

on

Newsএম.রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জ মডেল বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বেলা ১১ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ মোঃ জিয়াউর রহমান (মানিক)’এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বপ্নপুরীর স্বত্ত¡াধিকারী আলহাজ্ব দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, দেওগাঁ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাহী অফিসারের সহধর্মিনী কর কর্মকর্তা নাজনীন আক্তার নীপা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ্ আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের সহ:সভাপতি মোঃ সাদেকুল ইসলাম ও আজিজুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য নির্বাহী অফিসার বলেছেন- ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি অর্জন করা মেধাবী শিক্ষার্থীর লক্ষন। উপজেলা সদরে এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীরা দেশ সেবার কাজে অগ্রনী ভ‚মিকা পালন করবে। বিশেষ অতিথি’র বক্তব্যে থানা অফিসার ইনচার্জ বলেছেন- শিক্ষকেরা দেশের সব পেশার চেয়ে মর্যাদা সম্পন্ন। শিক্ষার সঙ্গে যারা জড়িত রয়েছেন আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন। মেধাবী শির্ক্ষাথীদের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন- খাঁচা গান গায় না, গান গায় খাঁচার পাখি। তাই উপস্থিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা মেধা বিকাশে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। শেষে ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলেন দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *