Connect with us

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে নির্যাতনের প্রতিবাদে ট্রাক-ট্যাঙ্কলরী শ্রমিকদের অনির্দিষ্ট কালের কর্মবিরতি

Published

on

thakurgaon Workers strikeআব্দুল আওয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শ্রমিক নির্যাতন প্রতিবাদে অনিদির্ষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে জেলার ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল রবিবার সকাল ৮টা থেকে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে এ কর্মবিরতি পালন করে শ্রমিকরা। জানাযায়, জমির বিরোধ নিয়ে ট্যাংকলরী শ্রমিক সদস্য আসাদুল কে বিপিন চন্দ্র বর্মন ও তার দলের লোকজন গত ১৯তারিখে মারধর করে পরে শ্রমিক নির্যাতনের খবর পেয়ে ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ঘটনাস্থলে গেলে বিপিনের লোকজন তাদের মোটর সাইকেল ও বাই সাইকেলে আগুন জ্বালিয়ে দেয়।
এ বিষয়ে কথা বলতে গেলে জেলা ট্রাক সমিতির সভাপতি জয়নুদ্দিন জানান, শ্রমিকদের ক্ষয় ক্ষতি পুরণ ও যে সব ব্যক্তি কে এঘটনায় অভিযুক্ত করা হয়েছে তাদের কে দ্রুত বিচারে’র আওতায় নিয়ে আসতে হবে। দাবি আদায় না মানাহলে কর্মসুচি আরো জোরদার করা হবে বলে ও কঠোর হুসিয়ারি দেন তিনি।
এদিকে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা মাল বাহী ট্রাক গুলো পড়ছে ভিষন দুর্ভোগে। এসব ট্রাক ড্রাইভারগণ জানান, মাল নির্দিষ্ট সময়ে না পৌছলে অনেক লোকসানের মুখে পড়বে কৃর্তপক্ষ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *