Connect with us

জাতীয়

দুই বিদেশী নাগরিক হত্যার মামলার চার্জশিট দ্রুত দেয়া হবে – আইজিপি

Published

on

Rangpur photo-08-02-2016(2)নিজস্ব প্রতিবেদক, রংপুর: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)একেএম শহীদুল হক বলেছেন, জাপানি নাগরিক হোশি কোনিও হত্যাসহ বিদেশী দুই নাগরিক হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষের দিকে। দ্রুত এসব মামলার চার্জশিট দেওয়া হবে। গতকাল সোমবার বিকেলে রংপুরে পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি আরো বলেন, রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিওসহ ঢাকায় ইতালি নাগরিক খুনের ঘটনায় আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তদন্ত কাজ প্রায় শেষ। খুব শিঘ্রই মামলার চার্জশিট দেওয়া হবে। এসব মামলায় এরই মধ্যে বেশিরভাগ আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
একেএম শহীদুল হক বলেন, রংপুর মেট্রোপলিটন প্রক্রিয়া প্রায় চুড়ান্ত হয়ে গেছে। এখন শুধু মন্ত্রীপরিষদ বৈঠকে পাস হওয়ার অপেক্ষায়। এরপরই জনবল নিয়োগসহ অবকাঠামো প্রক্রিয়া চুড়ান্ত করা হবে।
রংপুর সহ দেশে বেশ কয়েকজন সাংবাদিক খুনের ঘটনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এসব ঘটনায় তদন্ত চলছে এবং আসামীদের গ্রেফতাকে অভিযান চালানো হচ্ছে। সাংবাদিক খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারও করা হয়েছে। সাংবাদিক হত্যাকারি যেই হউক না কেন তাকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাড়াতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
স¤প্রতি দেশে কিছু পুলিশ সদস্যদের আচরনে পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে এমন প্রশ্নের জবাবে আইজিপি একেএম শহীদুল হক বলেন, এসব বিষয়ে আমি এরআগে বলেছি তাই এখন এ বিষয়ে কিছু বলব না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইজি হুমায়ুন কবির, পুলিশ সুপার আবদুর রাজ্জাক, জেলা প্রশাসক আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পুরষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। পরে আইজিপি একেএম শহীদুল হক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্যদের মাঝে পুরষ্কর বিতরণ করেন এবং রাতে এক নৈশ্য ভোজনে অংশ নেন।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *