Connect with us

দেশজুড়ে

সিরাজদিখানে বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

Published

on

01রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সাংস্কৃতি ও শুদ্ধতার প্রতীক। মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় আজ শনিবার ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ভাবগাম্ভিয্যের মাধ্যমে উপজেলার ১৪ ইউনিয়নের ১৩ টিতে সনাতন ধর্মালম্বীদের প্রায় ১ হাজার মন্ডবে সরস্বতি পুজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালুচর ইউনিয়নের কোন সনাতন (হিন্দু) ধর্মী না থাকা ওই ইউনিয়নে কোন পূজা অনুষ্ঠিত হয় নাই। প্রতি বছর মাগ মাসের শুক্ল পক্ষের শ্রী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজা অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শাস্ত্র মতে চতুর্ভূজা ব্রম্মার মুখ হতে আবির্ভূতা শ্রভ্রবর্না বীণা ধারীণী চন্দ্রের শোভাযুক্তা দেবী হলেন সরস্বতী। সম্প্রদায়গত ধর্মীয় পুজো অনুষ্ঠানের বাইরে সরস্বতী পুজোর বিশেষ সামাজিক গুরুত্ব রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়ী ও মন্ডব সমুহে এ পুজো অনুষ্ঠিত হচ্ছে। ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রছাত্রীরা এবং অভিভাবক মহল যার যার অবস্থান থেকে বিদ্যাদেবীকে আরাধনা ও বুঝবার চেষ্টা করে থাকে। তাই এখানে মিলিত হয় হাজারো জনতার তথা নারী পুরুষের মিলনমেলা,সংহতি ও সম্প্রীতির অন্যন্য দৃষ্টান্ত। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল সারে চারটা পর্যন্ত চলেছে বিদ্যাদেবীর অর্চনা। সিরাজদিখান সাথী সমাজকল্যান সংস্থা,রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়, বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজ ও সন্তোষপাড়ারা রতন মাস্টার ও হরেন্দ্র মাস্টারের বাড়ির,ঘোষপাড়া ভুলো ঘাষের মন্ডপে, কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া বরবর্তা ঘোষপাড়ার মন্ডপে পূজায় সর্বাধিক ভক্ত,ছাত্রছাত্রী অঞ্জলী গ্রহন করেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *