Connect with us

চট্রগ্রাম

ডাকাতির প্রস্তুতিকালে পাহাড়তলীতে পাঁচ ডাকাত গ্রেফতার

Published

on

SG1L7991চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম পাহাড়তলী থানার গ্রীনভিউ আবাসিক এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসস্ত্র সহ ০৫ ডাকাতকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় এসআই-চম্পক বড়–য়া, এসআই-মতিউর রহমান, এসআই-মোঃ কামরুজ্জামান, এএসআই-সোহেল রানা, এএসআই-মামুনুর রশিদ, এএসআই-আমিরুল বাহার, কং-আব্দুল অহিদ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানাধীন গ্রীনভিউ আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ছিনতাই দলের সদস্য ১। মোঃ মামুন হোসেন প্রঃ মিঠু (২৬), পিতা-মোঃ জামশেদ, মাতা-মোসাঃ ফিরোজা আক্তার, সাং-সন্ধীপ পৌরসভা, ০৪নং ওয়ার্ড, খান সাহেব আমিন মিয়ার বাড়ী, থানা-স›দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ভাসমান ২। মোঃ শেখ ফরিদ (২৫), পিতা-মোঃ কুদ্দস শেখ, মাতা-কুলসুমা বেগম, সাং-জয়পুর শেখ বাড়ী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমানে-ভাসমান ৩। মোঃ শরীফ (২৪), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-দৌলতপুর, পাইকার বাড়ী, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, বর্তমানে-হালিশহর পানির টাংকির পিছনে, হাজারীর ভাড়াঘর, বøক নং-এ, রোড নং-০৪, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম ৪। মোঃ সাজ্জাদ হোসেন রনি (২২), পিতা-মোঃ জমির হোসেন, মাতা-রহিমা বেগম, সাং-গোপাল নগর, কালু মিয়ার বাড়ী, থানা-বি-পাড়া, জেলা-কুমিল্লা, বর্তমানে-আগ্রাবাদ কমার্স কলেজ এর পার্শ্বে, হাজী ইয়াছিন আলী লেইন, মুজিবের ভাড়াটিয়া, ০৩নং রুম, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম ৫। মোঃ সালাউদ্দিন (২১), পিতা-ফজল কাদের, মাতা-আনোয়ারা বেগম, সাং-পাঠানপাড়া, সৈয়দের বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কাটা বটগাছ, ইয়ার আলী মসজিদের পাশে, ইসলাম সওদাগরের ভাড়াটিয়া, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রামদের ০৩টি ছোরা, ০২টি অত্যাধুনিক লেন্সযুক্ত টিপছুরি, ০১টি তালা ভাঙ্গার হেক্সু বেøড, ০২টি লোহার রড, ০১টি মলমের কৌটাসহ ধৃত করতে সমর্থ হন।
ধৃত ডাকাতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা ইতিপূর্বে তাদের অজ্ঞাতনামা সহযোগীরা সহ অলংকারের মোড়, একে খান গেইট ও পাহাড়তলী হাজী ক্যাম্পের ভোররাত্রে যাত্রীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখাইয়া টাকা পয়সা ও মূল্যবান জিনিস ছিনতাই করে। ধৃতরা জানায়, সুযোগ বুঝে দুরপাল্লার বাস যাত্রীদের চোখেমুখে মলম ডলে দিয়ে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনাইয়া নেয়। ধৃত ডাকাতরা গতকাল (১৬/০২/২০১৬) ভোররাত্রে গ্রীনভিউ আবাসিক এলাকায় কয়েকটা বাসায় ডাকাতির পরিকল্পনা করেছিল। পুলিশ তাদের ধৃত করলে তাদের সেই পরিকল্পনা ভন্ডুল হয়ে যায়।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ডাকাতেরা অজ্ঞাতনামা পলাতক সহযোগীসহ ইতিপূর্বে অলংকার মোড় এলাকায় কয়েকটি ছিনতাই এর ঘটনা ঘটিয়েছে। তারা চলতি রিক্সা যাত্রী কিংবা সিএনজি যাত্রীদের কাছ থেকে ছোরার ভয় দেখিয়ে মোবাইল, টাকা, স্বর্ণ অলংকার সহ মূল্যবান দ্রব্যসামগ্রী চোখের পলকেই ছো মেরে নিয়ে সিএনজি বা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ওসি জানান এই চক্রটিকে ধরার জন্য পুলিশের বিভিন্ন টিম ছদ্মবেশে পাহাড়তলী থানাধীন নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকায় ওৎ পেতে থাকে। মাঝে মাঝে যাত্রীবেশে সিভিলে রিক্সা নিয়ে টহল দেওয়ার ব্যবস্থা করেছি। ধৃত ডাকাতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়। পলাতক ছিনতাইকারীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *