Connect with us

চট্রগ্রাম

চট্টগ্রাম বঙ্গবন্দু স্মৃতি পাঠাগারের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Published

on

ড়হচট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সাগরিকায় আজ শুক্রবার সকাল ৮ টায় বঙ্গবন্দু স্মৃতি পাঠাগারের কার্যকরী পরিষদ ২০১৬-১৭ইং দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের ৩৮ জন সদস্যের মধ্যে ২৮ জন বিভিন্ন পদপ্রার্থী হিসাবে আংশ গ্রহন করেন। হোসেন মনু-আবছার পরিষদে ১১ জন ও জাহাঙ্গীর-তাপস পরিষদে ১০জন এবং বাকীরা সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। নির্বাচনে অংশ অংশগ্রহকারী দুটি পরষিদের মধ্যে হোসেন মনু-আবছার উদ্দিন পরিষদ জয়লাভ করেন। পরিষদে মো: হোসেন মনু সভাপতি (চেয়ার), আবছার উদ্দিন সাধারন সাম্পাদক (টেলিভিশন),মো: আনোয়ার হোসেন সহ সভাপতি (হারিকেন), মো: অব্দুল মোমিন সহ সাধারন সাম্পাদক (আম), মো:আরিফ ডালিম সাংগঠনিক সম্পাদক(উড়োজাহান), মো: নুর হোসেন কাউছার অর্থ সম্পাদক(হরিণ), বাবু রনজিৎ নাথ দপ্তর সম্পাদক (টেবিল),অরুন জয় চাকমা সাহিত্য,পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক (বই),মো: ফারুক হোসেন প্রচার সম্পাদক ( টেলিফোন), বাবু সুকমল নাথ সদস্য(ক) বট গাছ, ও মো:নাজিম উদ্দিন সদস্য (খ) সেলাইমেশিন র্মাকায় জয়লাভ করেন। নির্বাচন উপ কমিটির চেয়ারম্যান মো: রফিকুল হকের নেতৃত্বে প্রিজাডিং অফিসার হিসাবে দ্বায়িত¦ পালন করেন বাসন্তি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা সাথী দত্ত, পুলিং অফিসার হিসাবে দ্বায়িত¦ পালন করেন সহকারী শিক্ষীকা প্রিয়াংকা দাশ, উপস্থিত ছিলেন বঙ্গবন্দু স্মৃতি পাঠাগারের প্রতিষ্টাতা ও সাবেক কাউন্সিলর মো:শেখ শাহজাহান, ১১ নং ওয়াড দক্ষিণ কাট্টলী আওয়ামী লীগের সাধারন সাম্পাদক আলহাজ মো: আসলাম হোসেন সওদাগর সহ আরো পাঠাগারের আনান্য নেতাকর্মীবৃন্দ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *