Connect with us

ঢাকা বিভাগ

ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সাথে সি এস আই ডির সমঝোতা স্মারক উম্মোচন

Published

on

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিDSCN1182

বাংলাদেশের এই প্রথম দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সাথে সেন্টার ফর সার্ভিসেস ইনফরমেশন ডিজ্যাবিলিটির (ঈঝওউ) সমঝোতা স্মারক উদযাপন করেছে। আজ সোমবার সকাল ১০টায় ফরিদপুর শহরতলীর সরকারী রাজেন্দ্র কলেজের আইসিটি হলরুমে প্রতিবিন্ধীদের তথ্যসেবা কেন্দ্রের সাথে এই সমঝোতা ও স্মারক উম্মোচন করা হয়। গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা (ঠউঙ) পাবন কুমার আচার্য্যরে সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও গবেষক প্রফেসর মাহবুবুর রহমান, কলেজটির উপাধ্যক্ষ ও লেখক প্রফসর মোশাররফ আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসআইডির নির্বাহী পরিচালক জহুরুল আলম, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রিজভী জামান, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, প্রতিবন্ধিদের তথ্যসেবা কেন্দ্রের (ঈঝওউ) সমন্বয়কারী আক্তার হোসেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ফরিদপুরের ইনচার্জ সনদ কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক নাছির চৌধুরী, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেলা রানী সরকার, , দৈনিক নবচেতনার ফরিদপুর প্রতিনিধি হারুন-অর-রশীদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধিদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলের নিকট আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *