Connect with us

দেশজুড়ে

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: সিরাজদিখানে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হুমকি

Published

on

downloadমুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আবারো বয়রাগাদী ইউপি নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় রাতের আধারে বিদ্রোহী প্রার্থীর মহিলা সমর্থকদের হুমকি দিচ্ছে ক্ষমতাসিন দলের নেতা কর্মীরা। এছাড়া রাতের আধারে ঘরের চালে ঢিলমারা ও অশ্লিল আচরণ করার অভিযোগ করেছেন অনেক মহিলা। উপজেলার বয়রাগাদী ইউপির আ’লীগ মনোনিত প্রার্থী গাজী মো. আলাউদ্দিন তার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনী আচরনবিধী লংঙ্ঘন করে।
বয়রাগাদী ইউনিয়নের চিকনাইসার গ্রামের কাজী শাহ আলমের মেয়ে সাহানাজ, ওহিদ খানের স্ত্রী সালমা বেগম, মোহাম্মদ আলীর স্ত্রী জায়েদা বেগমসহ আরো ভুক্তভোগী মহিলারা জানান আমাদের বাড়ীতে কোন পুরুষ মানুষ থাকে না। বাড়ীতে এসে আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী গাজী মো. আলাউদ্দিনের লোকজন রাতের আধারে আমাদের বাসায় এসে হুমকি দিয়ে বলে আনারস মার্কার জন্য কোন কাজ করতে পারবেনা। যদি কোন প্রচারণা চালাও তাহলে তোমাদের সমস্যা হবে। হুমকি দিয়ে যাবার সময় আরোজ আলীর ছেলে লিটন, পিয়ার আলীর ছেলে কালাম, ছাত্তার দেওয়ানে ছেলে বাবু, বাবুল শেখের ছেলে মামুনসহ অনেকে অশ্লিল ভাষা ব্যবহার করে। তারা আরো বলেন আমরা যেন গাজী আলাউদ্দিনকে ভোট দেই নয়তো আমাদের ইজ্জত হারাতে হবে। আমরা এলাকার নিরীহ গরীব ঘরের মানুষ আমরা ভোট দেওয়াতো দুরের কথা আমরা জান, মাল ইজ্জত নিয়ে আতঙ্কে আছি।
বয়রাগাদী ইউপির বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, গত কয়েকদিন আগে আলাউদ্দিন গাজী আমার লোকদের নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেয় নাই। এখন এলাকার নিরীহ মা বোনদের রাতের আধারে ইজ্জত হরণ করার হুমকি দিয়ে আসছে। এরই নাম কি রাজনীতি।
এ ব্যাপারে সাংবাদিকরা আ’লীগ মনোনিত প্রার্থী আলাউদ্দিন গাজীকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি। সিরাজদিখান নির্বাচন অফিসার সৈয়দ আফজাল হোসেন নির্বাচন আচরণ নিয়ে ও পুলিশ প্রশাসন শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন তাদের কোন কথাই যেন গাজী আলা উদ্দিন মানছেন না।
নির্বাচন আচরণবিধি নিয়ে সিরাজদিখান নির্বাচন অফিসার জানান, অভিযোগ কিছু পেয়েছি ব্যবস্থা কিছু নেওয়া হয়েছে। আবার দেখাগেছে যারা অভিযোগ করেন তারাই আচরণবিধি লঙ্ঘন করেছেন। ৩ জন ম্যাজিষ্ট্রেট রয়েছে। তারা তাৎক্ষনিক ব্যবস্থা নিবেন। আমরা কিছুঅভিযোগ থানায় পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রমান পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *