Connect with us

দেশজুড়ে

নওগাঁয় পহেলা বৈশাখ-১৪২৩ বর্ষবরণ উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Published

on

IMG_20160414_092201ইমরান হোসেন, নওগাঁ: এসো হে বৈশাখ এসো এসো এই গানে মুখরিত হয়ে উঠেছে সারা বাংলাদেশ। সারা দেশের ন্যায় নওগাঁর বিভিন্ন উপজেলাতে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় বৈশাখী মেলার আয়োজন করা হয়। বদলগাছী উপজেলা প্রাঙন, তেজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইত্যাদি মাঠে ২ দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বদলগাছী উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বদলগাছীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়। এই বর্ণাঢ্য র্যালিতে গ্রাম বাংলার ঐতিহ্য মহিষের গাড়ি, বৈশাখী পরিহিত পোশাকে সর্বসাধারণের উপস্থিত থেকে আনন্দ উদ্দীপনার মাধ্যমে বর্ষবরণ করেছেন। তাছাড়া নওগাঁর বদলগাছী উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, বিষ্ণুপুর নওজোয়ান সংসদের সেক্রেটারি ও উপস্থাপক এস এম আতিকুজ্জামান রাজু, আফতাব হোসেন, আনোয়ার হোসেন রানা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *