Connect with us

লালমনিরহাট

হাতীবান্ধায় গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপন

Published

on

ht

জাহাঙ্গীর আলম রিকো: ”শিক্ষা খাতে ব্যয় বাড়ানো প্রয়োজন-এখনই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তাপূষ্ট বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা ইএসডিও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শুক্রবার শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ মোতাহার হোসেন, এম.পি। স্কুল এসএমসির সভাপতি মরিয়ম বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান, প্রজেক্ট কোঅর্ডিনেটর, ইএসডিও মোঃ আব্দুল মান্নান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ সালেকুর রহমান, প্রধান শিক্ষক এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন রমনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল।
উল্লেখ্য, কর্মসূচি হিসেবে ছিল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী যেমন- কুইক কুইজ, একক ও দলীয় অভিনয়, নাচ ও দৌড় প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ, রচনা প্রতিযোগিতা, সর্বোচ্চ বই ও গল্প পাঠক নির্বাচন, গল্প লিখন, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতাসহ অভিভাবকদের জন্য বিভিন্ন পেশার মানুষের চরিত্র অভিনয়। এছাড়াও নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি নজরুল ইসলাম এবং লালমনিরহাট জেলার প্রয়াত কবি শেখ ফজলল করিমের অবয়বে চারজন শিক্ষার্থী তাঁদের স্ব-স্ব দর্শনের কথা তুলে ধরেন। সবশেষে আলোচনা সভা, প্রতিযোগিতায় ১১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ১৭ জন কৃতী শিক্ষার্থী এবং শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য ০৯ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। পুরষ্কার ও সম্মাননা প্রাপ্তদের মধ্যে ০৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ছিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *