Connect with us

আন্তর্জাতিক

রিজার্ভ চুরিতে জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা!

Published

on

The SWIFT logo is pictured in this photo illustration taken April 26, 2016. REUTERS/Carlo Allegri/Illustration/File Photo

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, ফিলিপাইনের ব্যাংকে সাইবার হামলা ও ২০১৪ সালে জাপানের সনি পিকচার্স হ্যাকিংয়ের সম্পর্ক থাকতে পারে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে কম্পিউটার ও ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিমানটেক করপোরেশন।
সনি পিকচার্স হ্যাকিংয়ের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্রের সরকারি তদন্ত সংস্থা এফবিআই।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তকারী সংস্থা মানডিয়ান্ট এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, রিজার্ভ চোরেরা সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ব্যাংকে নতুন করে সাইবার হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার সিমানটেক ব্লগ পোস্টে এই তথ্যগুলো জানায়। তবে ফিলিপাইনের কোন ব্যাংক হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে তার নাম বা কোন অর্থ খোয়া গেছে কিনা তা ব্লগ পোস্টটিতে উল্লেখ করা হয়নি। গত বছরের অক্টোবর মাস থেকে এই হ্যাকারদের গতিবিধি জানতে পারা গেছে বলে দাবি সিমানটেকের। তবে হ্যাকারদের পরিচয়ও সরাসরি উল্লেখ করেনি তারা।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নেস্টর এসপেনিল্লা হ্যাকিংয়ের মাধ্যমে তার দেশ থেকে অর্থ চুরি যাওয়ার কথা নাকচ করলেও সাইবার হামলার বিষয়টি অস্বীকার করেননি। তিনি সাইবার হামলার ঘটনা তদন্তের বিষয়ে বলেন, ‘অর্থ খোয়ানো আর হামলার শিকার হওয়া এক কথা নয়।’
মানডিয়ান্টের ভাইস প্রেসিডেন্ট মার্শাল হেইলম্যান বলেন, ‘দক্ষিণ পূর্ব এশিয়ায় হ্যাকারদের একটি চক্র রয়েছে যারা ব্যাংকিং ব্যবস্থা খুব ভালো বুঝেন। এরা একের অধিক জায়গা থেকে কাজ করছে।’
তবে ফিলিপাইনের ব্যাংকে কারা সাইবার হামলা করেছে বা কোন দেশ থেকে হামলাটি হয়েছে তা উল্লেখ না করলেও হেইলম্যানের দাবি এই একই গ্রুপ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *