Connect with us

দেশজুড়ে

রংপুরের বিভিন্ন বাজারে অনুমোদনহীন নকল এনার্জি বাল্বের জমজমাট ব্যবসা

Published

on

sakib al hasan _ rngহাসান আল সাকিব, রংপুর: রংপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে চার-পাঁচশ টাকা মূল্যের এনার্জি বাল্ব বিক্রি করা হচ্ছে মাত্র একশ-দুইশ টাকায়। বিএসটিআই’র অনুমোদনহীন এসব বাল্ব ক্রয় করে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ হকাররা আকর্ষিত করার জন্য অল্প টাকায় একটি বাল্ব ও সাথে আরও একটি ফ্রি দিলেও ১৫-২০মিনিট ব্যবহা র করলেই এসব বাল্ব নষ্ট হয়ে যাচ্ছে। রংপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে হাটের দিনে অটোতে করে অথবা ভ্রাম্যমাণ দোকান বসিয়ে এসব বাল্ব বিক্রি করে হকাররা। ফলে বাল্ব নষ্ট হলে কাউকে ফেরত দেওয়া যাচ্ছে না।
পালিচড়া বাজারের একজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, আমি ২০০ টাকা দিয়ে হকারদের কাছ থেকে একটি এনার্জি বাল্ব কিনে দোকানে লাগালে ১৫ মিনিটের মধ্যে বাল্বটি নষ্ট হয়ে যায়। রুবেল নামে আরেকজন জানান, প্রতি হাটের দিন হকাররা অটোয় করে এই সব নকল এনার্জি বাল্ব বিক্রি করতে আসে। এরা মানুষকে আকর্ষিত করার জন্য একটি বাল্বের সাথে আরেকটি বাল্ব, ছাতা, ঘড়ি ইত্যাদি ফ্রিও দিয়ে থাকে। সাবেক সমবায় কর্মকর্তা মফিজার রহমান রাজু বলেন, এভাবে প্রতিদিন হকারেরা বিভিন্ন বাজারে বিএসটিআই’র অনুমোদনহীন এনার্জি বাল্ব বিক্রি করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। এ ব্যাপারে সচেতন মহল প্রশাসনের সংশ্লিষ্ট মহলকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *