Connect with us

ঝিনাইদহ

সাম্প্রতিক নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

Published

on

Jhenidah human chain photo 11-06-16মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার করাতি পাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, পাবনার আশ্রমের সেবক নিত্য রঞ্জন পান্ডে ও পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুসহ সকল নৃশংস হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি কনক কান্তি দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র, সাধারণ সম্পাদক সুবীর সোমার্দ্দার, হিন্দু নেতা বিনয় কৃষ্ণ, বিকাশ বিশ্বাসসহ অন্যানোরা।
সেসময় বক্তারা বলেন, পুরোহিত আনন্দ গোপাল ও আশ্রমের সেবক নিত্য রঞ্জন পান্ডের মত নিরীহ সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হত্যার ৪ দিন পেরিয়ে গেলেও আজও কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। দ্রুত এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *