Connect with us

জাতীয়

তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন সিআইডি’র হাতে

Published

on

tanu তনুকুমিল্লা প্রতিনিধি: আদালতের আদেশে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সোহাগী জাহান তনুর লাশ কবর থেকে তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করার আড়াই মাস পর সিআইডির কাছে প্রতিবেদন দিয়েছেন চিকিৎসকরা।
আজ রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের দুইজন অফিস সহকারী সিআইডি কার্যালয়ে গিয়ে ওই প্রতিবেদন দিয়ে আসেন। এ সময় তাদের কাছ থেকে প্রতিবেদনটি বুঝে নেন এএসআই মোশাররফ। তবে দ্বিতীয় দফা প্রতিবেদনে তনুকে হত্যার আগে ধর্ষণের কোনো প্রমাণ চিকিৎসকরা পেয়েছেন কি না- সে তথ্য জানা যায়নি।
এর আগে গত ২০ মার্চ তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের পাশে ঝোপ থেকে উদ্ধার করা হয়। পরে ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়।
ওই প্রতিবেদন তনুর বাবা-মা প্রত্যাখ্যান করলে গত ২৮ মার্চ আদালত নির্দেশ দেন, তনুর লাশ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় ময়নাতদন্ত করার। এর পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তনুর লাশ মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের বাড়ির কবরস্থান থেকে উত্তোলন করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *