Connect with us

ঝিনাইদহ

ঝিনাইদহে গুপ্তহত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানবন্ধন

Published

on

OLYMPUS DIGITAL CAMERAমনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঝিনাইদহসহ মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা মানবাধিকার ফোরাম ও অধিকার মঞ্চ এর আয়োজনে বুধবার (১৫ জুন) সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়।
ঘন্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা মানবাধিকার ফোরামের আহব্বায়ক আমিনুর রহমান টুকু, অধিকার মঞ্চ’র সভাপতি ও সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকার ফোরামের সদস্য সচিব শরিফা খাতুন, এইড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল, সোনার বাংলা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, শোভা’র জাহিদুল ইসলাম, মানবাধিকার আইনজীবি পরিষদের সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবীর, সাংস্কৃতিক কর্মী শাহিনুর আলম লিটনসহ অন্যানোরা।
বক্তারা বলেন, দেশব্যাপী যে গুপ্তহত্যার ঘটনা ঘটছে তার জন্য দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। অবিলম্বে এ গুপ্তহত্যা বন্ধ ও এর সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বক্তারা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *