Connect with us

খেলাধুলা

এবার সবচেয়ে বেশি অর্থ খরচ করলো বার্সা

Published

on

s-1
স্পোর্টস ডেস্ক:
এবারের গ্রীষ্মকালীন দল বদলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এ তালিকায় দুই নম্বরে ইংলিশ ক্লাব লিভারপুল ও তিনে রয়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলে বার্সা খরচ করেছে ১৫৩ মিলিয়ন ইউরো। এ মৌসুমে তারা দলে নিয়েছে গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভো এবং মার্ক আন্দ্রে টার স্টেগেনকে। এছাড়া রয়েছেন থমাস ভারমেলান, জেরেমি ম্যাথিউ, ইভান রেইকটিক এবং লুইস সুয়ারেজ। লিভারপুল থেকে এ মৌসুমে ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজকে ক্লাবে ভিড়িয়ে অন্য ক্লাবগুলোকে তাক লাগিয়ে দিয়েছে লুইস এনরিকের ক্লাব বার্সা। গ্রীষ্মকালীন দল বদলে তাই সেরা তালিকায় উঠে এসেছে কাতালানরা। কাতালানদের পরের স্থানটি অবশ্য দখলে নিয়েছে ইংলিশ লিগের ক্লাব লিভারপুল। প্রিমিয়ার লিগের দলটি খরচ করেছে ১৩১ মিলিয়ন ইউরো। এ অর্থ খরচ করে তারা সাউদাম্পটন থেকে ক্লাবে নিয়ে এসেছে অ্যাডাম লালানা, দেজান লভরেন, রিকি ল্যামবার্ডকে। বেনিফিকার ল্যাজার মার্কোভিচ ও বায়ার লেভারকুসেন থেকে এমরি কানকে আনতেও তারা দেদারসে খরচ করেছে। ১২০ মিলিয়ন ইউরো খরচ করে এ তালিকায় তৃতীয় স্থানে আছে বর্তমান সময়ের ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ। তারা দলে ভিড়িয়েছে কলম্বিয়ার জেমস রদ্রিগেজকে। এছাড়া আরো নিয়েছে টনি ক্রুস ও কেইলর নাভাসের মত তারকাসব ফুটবলারকে। এছাড়া এ মৌসুমে ১০১ মিলিয়ন ইউরো খরচ করে লা লিগার আরেক জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ রয়েছে চারে, প্রিমিয়ার লিগের চেলসি ৯৩ মিলিয়ন ইউরো খরচ করে আছে পাঁচে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *