Connect with us

জাতীয়

তরুন নেতাদের মটরসাইকেলে ৩ জন আরোহন বন্ধ করতে হবে: ওবায়দুল কাদের

Published

on

munshigonj kaderশুভ ঘোষ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন অধিকার নেই নিয়ম লঙ্গন করে মটরসাইকেলে ৩ জন আরোহন কররার। অনেক নেতার গাড়ীবহরে সামনে ৩ জন আরোহীসহ মটরসাইকেলের বহর দেখা যায় এসব তরুন নেতা কর্মীদের দেশ ও জাতীর সার্থে এসব বন্ধ করতে হবে এবং মটরসাইকেল চালকদের ৩ জন বহন করা থেকে বিরত থাকতে হবে তাহলে দূর্ঘটনার হার আরো কমে যাবে। তাই কোন মতেই মটরসাইকেলে ৩ জন আরোহন করা যাবেনা আর দুজন আরোহন করলেও দু’জনকেই হেলমেট ব্যবহার করতে হবে পাশাপাশি শিশুদের মটরসাইকেলে বহন করা যাবেনা। বুধবার দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় বিআরটিএর ভ্রাম্যমান আদলাতের কার্যক্রম পরির্দশন কালে মন্ত্রী এসব কথা বলেন। পদ্মাসেতুর ৩৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে দাবী করে মন্ত্রী আরো বলেন, ১৪ টি পাইলিংয়ের কাজে ইতো মধ্যে শেষ হয়েছে ও ব্যাপক ভাবে এগিয়ে যাচ্ছে পদ্মাসেতুর কাজে । এসময় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সামসুজ্জামান বাবু,সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান সহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। বুধবার সকল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত ব্আিরটিএর ভ্রাম্যমান টিমটি বিভিন্ন যানবাহনকে ১১ টি মামলা ও ৮ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *