Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা সমন্বয় সভা

Published

on

nobabgonjরুহুল আমিন, নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা সমন্বয় সভায় মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. বজলুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী, থানা পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ ৫নং পুটিমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, ২নং বিনোদনগর ইউ,পি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, ৯নং কুশদহ ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, শালখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক প্রমুখ। সভায় পুটিমারা ইউ,পি চেয়ারম্যান মোঃ সারোয়ার হোসেন উল্লেখ করেন, হিলি স্থল বন্দর সীমান্ত এলাকার পার্শ্ববর্তী তার ইউনিয়ন পরিষদ থাকায় রাতে-দিনে প্রভাবশালী মাদক ও ইয়াবা ব্যবসায়ীরা ওই এলাকাকে রুট হিসাবে ব্যবহার করছে। মাদক ব্যবসার পাশাপাশি সেবন কারীদের সংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে যার কারণে এলাকার শান্তি প্রিয় মানুষ নেশাসেবী সন্তানদের নিয়ে অতিষ্ঠ ভাবে দিনযাপন করছে। ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ রহিম বাদশা জানান তার এলাকায় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন । রাতের আধাঁরে গ্রচ্ছগ্রাম এলাকায় নারী মাদক ব্যবসায়ীরা তৎপর । গ্রাম পুলিশের পাশাপাশি তিনি নিজেই রাতের আধাঁরে মাদক মুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আজিজুল হক বলেন এখনই সকল পেশাজীবির মানুষকে সচেতন হতে হবে। তা না হলে মাদক ও চাঁদা বাজেরা জিম্মি করে বাড়ি পর্যন্ত কেড়ে নেবে। সভাপতির বক্তব্যে ইউ এন ও বজলুর রশীদ বলেছেন আপনারা যারা নর্বনির্বাচিত ইউপি চেয়ারম্যান রয়েছেন সততা ও নিষ্ঠার দায়িত্ব পালন করবেন । মাদকের সঠিক তথ্য দিন যত বড় প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না। আসুন মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *