Connect with us

জাতীয়

সড়ক দুর্ঘটনার জন্য যাত্রীরাও দায়ী

Published

on

obaydul kaderসড়ক দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি যাত্রীরাও দায়ী। দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদ উপলক্ষে ঢাকা ও এর আশপাশের সড়কের ১৬টি পয়েন্টে ১ হাজার রোভার স্কাউট নিযুক্ত করছে সরকার। এই স্বেচ্ছাসেবকরা সড়কের যানজট নিরসন ও যাত্রীদের বিভিন্ন বিষয় সহযোগিতা করবেন।
শুক্রবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন সড়ক স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তৃতাকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বেচ্ছাসেবকদের কাজের মাধ্যমে কর্মদক্ষতা প্রমাণের আহ্বান জানান।
তিনি বলেন, ‘কথা কম কাজ বেশি, ভাষণ কম অ্যাকশন বেশি। আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে প্রমাণ হবে তোমাদের কর্মদক্ষতা।’ সেতুমন্ত্রী বলেন, ‘রোভার স্কাউটদের জন্য এটা প্রথম পরীক্ষা। তারা এটাতে সাফল্য হলে ঈদ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাদের কাজে লাগানো হবে। আমি এ বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেছি।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *