Connect with us

জাতীয়

গুলশানে চলছে সামরিক বাহিনীর অভিযান, ৫ জন উদ্ধার

Published

on

gulshan_army

 

ঢাকার কূটনৈতিক পাড়া গুলশানের এক ক্যাফেতে ১১ ঘণ্টা জিম্মি সঙ্কটের পর সামরিক বাহিনীর কমান্ডো দল উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া যাচ্ছে ব্যাপক গোলাগুলির শব্দ। শনিবার সকাল সাড়ে ৭টার পর এই অভিযান শুরু হলে শুরুতেই সেনা সদস্যরা নারী ও শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী এতথ্য জানিয়েছেন।
শুক্রবার (১ জুলাই) রাতে সন্ত্রাসীদের হামলার পর সৃষ্ট এ সংকটের অবসানে শনিবার (২ জুলাই) ভোরে দায়িত্ব নেয় দলটি। এরপর সকাল পৌনে আটটার দিকে স্পট থেকে ভেসে আসতে থাকে টানা গুলির শব্দ। গুলির পাশাপাশি, গ্রেনেডের শব্দও আসে।
এর আগে সকাল সাড়ে ৭টার কিছু আগে সেনাবাহিনীর ১১টি এপিসি, ১৬টি জিপ ও ৩টি ভ্যানসহ বেশ কিছু সাঁজোয়া যান রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় প্রবেশ করে।
আর আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য চিহ্নিত এলাকার বাইরে দায়িত্ব পালন করতে দেখা যায় মিলিটারি পুলিশকে। এরপর একে একে বাড়তে থোকে সেনা সদস্যের সংখ্যা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *