Connect with us

বিচিত্র সংবাদ

রাস্তায় দৈত্যে’র বেশে ‘দাঁড়কাক’!

Published

on

Darkakঅনলাইন ডেস্ক: রাস্তায় এত বড় দাঁড়কাক দেখে থ শহরবাসী। শুধু বড়ই নয়, দিব্যি হেঁটে চলে বেড়ায়। গায়ে জামা। কোমড়ে বেল্ট। এমন মানুষ-দাঁড়কাক দেখে তো হতভম্ব হওয়ারই কথা! তবে দাঁড়কাকের লক্ষ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ‘লোমশ উত্সব’ অ্যানথ্রকনে যোগ দিতে। যেখানে প্রতি বছর রং বেরং লোম আর পালকে সেজে ৫ হাজারে বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। এখান থেকে যে অর্থ আসে তা ভাল কাজে দান করা হয়। এখন প্রশ্ন কে এই দাঁড়কাক?
ইলাস্ট্রেটর ও ভিডিও গেম ডিজাইনার রাহ বপ তৈরি করেন এমন অভিনব কস্টিউম। এমন আইডিয়া পেলেন কোথা থেকে? বপ জানাচ্ছেন, জনপ্রিয় গেম ডি এ্যান্ড ডি (ডানজিওনস এ্যান্ড ড্রাগন)-র রু চরিত্রটিই তাঁকে অনুপ্রাণিত করে। অ্যানথ্রকন উত্সবে যোগ দেওয়ার জন্য এর থেকে ভাল আইডিয়া কী হতে পারে? সত্যিই তো!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *