Connect with us

দিনাজপুর

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

Published

on

HILI LAND PORT OPEN NEWSহিলি প্রতিনিধি: ঈদ উপলক্ষ্যে টানা পাঁচ দিন বন্ধের পর পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
রোববার দুপুর ১টায় ভারত থেকে পন্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এদিকে টানা পাঁচদিন পর বন্দরের কার্যক্রম চালু হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। তবে ঈদের ছুটির আমেজ কাটিয়ে স্বাভাবিক হতে আরো দুই একদিন সময় লাগতে পারে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো.কামাল হোসেন রাজ জানান, ঈদুল ফিতুর উপলক্ষ্যে গত ৫ জুলাই মঙ্গলবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত টানা ৫ দিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল। রোববার দুপুর থেকে ভারতীয় পন্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। হিলি স্থলবন্দর শুল্কষ্টেশনের সকল কর্মকর্তা কর্মচারীগন কর্মস্থলে যোগ দেওয়ায় শুল্কষ্টেশনের সকল বিভাগ চালু রয়েছে। আমদানি, রফতানিকৃত পন্যের পরিক্ষন, শুল্কায়ন ও রাজস্ব আহরন কার্যক্রম চালু হয়েছে। বন্দরের ভেতরের সকল শ্রমিকরা তাদের কাজে যোগ দেওয়ায় পন্য খালাস, পন্যভর্তি ও পন্যডেলিভারী দেওয়াসহ বন্দরের ভেতরের অন্যান্য সকল কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুজ্জামান জানান, ঈদ উপলক্ষ্যে বন্দর দিয়ে দুদেশের মাঝে পন্য আমদানি রফতানি বন্ধ থাকলেও সেসময় ভারত বাংলাদেশের মাঝে পাসপোর্টের মাধ্যমে যাত্রী পারাপার চালু ছিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *