Connect with us

রাজনীতি

পদ্মাসেতু’র ১৮ টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে: সেতুমন্ত্রী

Published

on

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

শুভ ঘোষ, মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ইতো মধ্যে পদ্মাসেতু ৩৬ শতাংশ কাজের অগ্রতির পাশাপাশি ১৮ টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে । পদ্মাসেতু নির্মান কাজে নিয়োজিত ও জাইকার মেট্রোরেলে কর্মরতসহ সকল বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থাও ব্যাপক জোরদার করা হয়েছে। যে কোন বিদেশী কোথাও যেতে চাইলে সার্বিক নিরাপত্তা দেয়া হবে। তিনি আজ রবিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহা সড়কের নিমতলা নামক স্থানে বিআরটিএর ভ্রম্যম্মান আদালতের কার্যক্রম পরিদর্শ কলে সাংবাদিকদের এসব কথা বলেন। মটরসাইকেলে ৩ জন আরোহনের জোরালো পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী আরো বলেন, হেমলেট ছাড়া মটরসাইকেলে আরোহ করা যাবেনা । দুজনের বেশি আরোহন করলে আইনগত কঠোর ব্যবস্থ্য নেয়া হবে। বিআরটিএর নির্বাহী ম্যজ্রিষ্টেট দেবাশীষ রায় এর নেতৃত্বে সকল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভ্রম্যম্মান আদলতের টিমটি ২৩ টি যানবাহনের বিরুদ্ধে মামলা,১১ হাজার ১ শত টাকা জরিমানা ও ব্যটারী চালিত দু’টি অটোরিকশা জব্দ করে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *