Connect with us

খুলনা

ডুমুরিয়ার চুকনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Published

on

জিয়াউর রহমান, ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: অবশেষে চুকনগর বাস স্ট্যান্ডের সড়ক ও জনপথ বিভাগের সরকারী জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন প্রতিক্ষার পর সোমবার এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, চুকনগর বাস স্ট্যান্ডে সড়ক ও জনপথ বিভাগের সরকারী জায়গায় র্দীর্ঘদিন যাবত আব্বাস হোটেলসহ অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে ওঠে। গত মাস তিন আগে প্রথম দফায় ৩০-৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কর্তৃপক্ষ ২য় দফায় আবার ও উচ্ছেদ পরিচালিত হয়। এ সময় আব্বাস হোটেলসহ চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা নির্বাহী ম্যাজিট্রেট শরিফুল ইসলাম, সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান (মাসুদ), উপবিভাগীয় প্রকৌশলী মাসুম কায়সার, মিজানুর রহমান। আইন শৃঙখলা নিয়ন্ত্রনে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিট্রেট শরিফুল ইসলাম, প্রতিবেদককে জানান- চুকনগর ২ দফায় উচ্ছেদ অভিযান দেওয়া হয়েছে। আবারও উচ্ছেদ অভিযান দেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *