Connect with us

দেশজুড়ে

হাতীবান্ধায় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

Published

on

P2সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় সোমবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিষ্ঠান প্রধানগণের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টা ব্যাপি এ মানব বন্ধন কর্মসূচি সোমবার সকাল ১১ টায় শুরু হয়ে চলে ১২টা পর্যন্ত। উক্ত মানব বন্ধনে ছাত্র, শিক্ষক ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

হাতীবান্ধা এসএস হাইস্কুলের মানব বন্ধনে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মাজেদুর রহমান ছন্দ, সহকারী শিক্ষক স্বপন কুমার দে,মাওলানা আজিজার রহমান, কেশরুজ্জামান বাবু, প. বেজগ্রাম দাখিল ভোকেশনাল মাদ্রাসার মানব বন্ধনে বক্তব্য রাখেন পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম রোকন, প্রতিষ্ঠান প্রধান আ. রহিম, সহকারী শিক্ষক মিজানূর রহমান মিলন ও মাওলানা রফিকুল ইসলাম।সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

হাতীবান্ধা সিনিয়র মাদ্রাসার মানব বন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ জমসের আলী, ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলা উদ্দিন ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমূখ।

হাতীবান্ধা শাহগরীবুল্ল্যাহ বালিকা বিদ্যালয়ের মানব বন্ধনে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দুলাল অধিকারী,সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আশরাফুল আলম বকুল ও মাওলানা রবিউল ইসলাম প্রমূখ। এসময় শিক্ষার্থীদের হাতে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী নানা শ্লোগান সম্বলিত প্লে-কার্ড দেখা যায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *