Connect with us

গাইবান্ধা

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে ব্যাপক ভাঙ্গন, ৫ শতাধিক পরিবার গৃহহারা

Published

on

Gaibandha PHOTO-01ফুলছড়ির ব্রহ্মপুত্র নদে ব্যাপক ভাঙ্গন।

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র তীরবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় ৫ শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন আতংকে ওইসব এলাকা থেকে লোকজন ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে।
উপজেলার ফজলুপুর ইউনিয়নের চন্দনস্বর, উত্তর খাটিয়ামারি, পশ্চিম খাটিয়ামারি, পূর্ব খাটিয়ামারি, কুচখালি, এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি, গজারিয়া ইউনিয়নের জিয়াডাঙ্গা, গলনা, ভাজনডাঙ্গা, কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া এবং উড়িয়া ইউনিয়নের রতনপুর, কালাসোনার চর ও উত্তর উড়িয়া গ্রামে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। সবচেয়ে ভাঙ্গনের মুখে পড়েছে ফজলুপুর ইউনিয়ন।
ওই ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল জানান, এক সময়ে সেখানে ৫ হাজার ৪৬৩টি পরিবারের বাস ছিল। ১৯টি গ্রামে এসব পরিবার বসবাস করতো। ইতিমধ্যে নিশ্চিন্তপুর, কৃষ্ণমনি, মনোহরপুর, মানিকচর, চিনিরপটল, চৌমহন ও কুচখালিসহ ৭টি গ্রাম সম্পুর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া চন্দনস্বর, উত্তর খাটিয়ামারি, পশ্চিম খাটিয়ামারি ও পূর্ব খাটিয়ামারি গ্রামের ৭৫ ভাগ মানুষ ঘরবাড়ি হারিয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে। ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙ্গনে বিভিন্ন সময়ে শত শত পরিবার গৃহহারা হওয়ায় বর্তমানে ওই ইউনিয়নে ৪ হাজার ১১১টি পরিবার বসবাস করছে। গত এক সপ্তাহে ওই ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় ৪৮৫টি পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। স¤প্রতি ওই ইউনিয়নের চন্দনস্বর গ্রামের ৫৫টি পরিবার গৃহহারা হয়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে গিয়ে আশ্রয় নিয়েছে।
এছাড়া গত ১০ দিনে চন্দনস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর খাটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাটিয়ামারি নুরানী মাদ্রাসা, ফজলুপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন এবং ৯টি মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গনের মুখে গোটা ফজলুপুর ইউনিয়নের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে।
অপরদিকে গজারিয়া ইউনিয়নের জিয়াডাঙ্গা, ভাজনডাঙ্গা, এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি, কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া, উড়িয়া ইউনিয়নের রতনপুর, কালাসোনা ও উত্তর উড়িয়া গ্রামে গত এক সপ্তাহে অন্ততঃ ৯০টি পরিবার গৃহহারা হয়ে বিভিন্ন বাঁধে গিয়ে আশ্রয় নিয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *