Connect with us

জাতীয়

আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে মাঠে নামবে ব্যবসায়ীরা

Published

on

JU

অনলাইন ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগারের জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলের দাবির বিরুদ্ধে এবার মাঠে নামতে যাচ্ছে পুরান ঢাকার ব্যবসায়ীরা। কারাগারের জমিতে হল নির্মাণের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ পুরান ঢাকা বেশকিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ীদের ঐক্য ফোরাম এ ঘোষণা দেয়।
লিখিত বক্তব্যে ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারগারের জায়গায় বঙ্গবন্ধু মিউজিয়াম, জাতীয় চার নেতার স্মরণে জাদুঘর, শিশু পার্ক, কমিউনিটি সেন্টার, সুইমিংপুল, বহুতল বিশিষ্ট কার পার্কিংসহ বিনোদনের ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। ছাত্রদের আন্দোলনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তা বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, আন্দোলন বন্ধ করুন। অন্যথায় আমরাও রাস্তায় নামতে বাধ্য হবো।
ছাত্রদের এ আন্দোলনে লেলিয়ে দেয়ার পেছনে জগন্নাথ বিশ্ববিদ্যায়ের ভিসিকে দায়ী করে ব্যবসায়ী ঐক্য ফোরামের পক্ষ থেকে তাকে ভূমিদস্যু হিসেবে আখ্যা দেয়া হয়।
এ সময় বলা হয়, ছাত্রবাস হোক তা আমরাও চাই। কিন্তু এ ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকায় নয়। কেরানীগঞ্জে অনেক জায়গা আছে যা ছাত্রাবাসের উপযুক্ত। সেখানে ইতিপূর্বে ২৫ বিঘা জমি বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ৭ বিঘা হস্তান্তর করা হয়েছে। সেখানে ৩৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু ঐতিহাসিক কেন্দ্রীয় কারাগারের জায়গায় ছাতাবাস নয়। আর যদি এরপরও ‘বাড়াবাড়ি’ করেন, আমরা অযৌক্তিক দাবির কাছে মাথানত করবো না। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। পুরান ঢাকাবাসী রক্ত দিব, তবুও এক ইঞ্চি জমি দেব না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরান ঢাকার ব্যবসায়ী নেতা ও ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সালাম, হাজী নাইম, আলাউদ্দিন মালিক, তৌফিক এহসান, ওহেদুজ্জামান, হাফেজ হারুন ছাড়াও পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক আব্দুস সোবহান প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *