Connect with us

দেশজুড়ে

হাতীবান্ধায় পৃথক পৃথক অভিযানে ভারতীয় মাদকসহ আটক ৩

Published

on

dsc08664জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক পৃথক অভিযানে ভারতীয় কোরেক্স, ফেনসিডিল, গাঁজা ও একটি মোটর সাইকেলসহ আটক-৩ । সোমবার ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৪৪ বোতল কোরেক্স, ৬ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় হাতীবান্ধা থানার এসআই আনিছুর রহমানের নেতৃত্বে উপজেলার পারুলিয়ার সফিয়ার চেয়ারম্যান চাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ শাহ আলম (২৫) ও মিজানুর রহমান (১৯) কে গ্রেফতার করেছে। শাহ আলম দক্ষিণ গড্ডিমারী গ্রামের আব্দুল আজিজ’র পুত্র ও মিজানুর রহমান পশ্চিম সারডুবী গ্রামের আক্তার হোসেনে পুত্র বলে জানা গেছে। অপর দিকে এস আই নুর আলম এর নেতৃত্বে সঙ্গীয়ফোর্সসহ উপজেলার পূর্ব ফকির পাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল কোরেক্স উদ্ধার করেন। এদিকে এ এস আই সিরাজ ৬ কেজি গাঁজা সহ আব্দুল মজিদ (৩৫) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লালমনিরহার জেলার হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের আবদার আলী তেলীর পুত্র বলে জানা গেছে। অপর আসামী আবদার রহমান পলাতন বলে জানাগেছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নিশ্চিত করে বলেছেন, উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আজ সোমবার দুপুরে আদালতে সোর্পদ্দ করা হয়েছে। অপর পলতক আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *