Connect with us

জাতীয়

সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার আহ্বান শেখ হাসিনার

Published

on

npmপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমসটেকের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে।
রবিবার বিকেলে ভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটের আগে বিমসটেক নেতাদের রিট্রিটে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
সন্ত্রাস ও জঙ্গিবাদকে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবেলায় বিমসটেকের মধ্যে সহযোগিতা জোরদারে আমরা সক্ষম হব।
গোয়ার লিলা হোটেলে এই রিট্রিটের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিসমটেকভুক্ত দেশগুলোর নেতাদের স্বাগত জানান। অনুষ্ঠানস্থলের বাইরে একে একে সকলের সঙ্গে তিনি করমর্দন করেন এবং ছবি তোলেন। এরপর সবাই মিলে গ্রুপ ফটোসেশন হয়।
বিসটেক রিট্রিটের আগে এই জোটের নেতাদের সম্মানে গোয়ার মুখ‌্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকারের দেয়া মধ‌্যাহ্ন ভোজে অংশ নেন শেখ হাসিনা।
বিমসেটক অঞ্চলের মানুষের জীবন ও জীবনযাত্রার মানোন্নয়নে ‘আঞ্চলিক প্রকল্প’ তৈরির প্রস্তাব দিয়ে এ জোটের নেতাদের উদ্দেশে তিনি বলেন, এতে বিমসটেক যেমন জনগণের সঙ্গে আরও সম্পৃক্ত হবে, তেমনি আরও স্থিতিশীল ও দৃশ্যমান হবে।
প্রধানমন্ত্রী বলেন, সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলোতে নিয়মিত মন্ত্রী পর্যায়ের বৈঠক হলে কাজে গতি আসবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *