Connect with us

রাজনীতি

কমিটিতে আসতে অনাগ্রহ প্রকাশ করেছেন জয়

Published

on

joy
বাংলাদেশেরপত্র ডেস্ক: কাউন্সিলে তৃণমূল নেতারা দাবি তুললেও এখনই আওয়ামী লীগের কমিটিতে আসতে অনাগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, দলের বাইরে থেকেই আমি দলের কাজ করতে চাই।

রবিবার বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে দলের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)এর স্টল পরিদর্শনে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দেশ ও দলের জন্য কাজ করার ইচ্ছার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষযক উপদেষ্টা বলেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না। এই মুহূর্তে দলের কোন পদ নিতে চাই না। দলের বাইরে থেকেই দলের কাজ করতে চাই।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কাউন্সিল অধিবেশনে অংশ নেন জয়। কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে পেয়ে আগের দিনের মতোই উচ্ছ্বসিত ছিলেন দলের নেতারা। এ সময়ে তৃণমূল নেতারা কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে বেশ কয়েকজন বঙ্গবন্ধুর নাতিকে আওয়ামী লীগের নতুন কমিটিতে আনার দাবি তোলেন।

তৃণমূলের নেতারা জয়ের জন্য জোর দাবি জানালে শেখ হাসিনা তাদের উদ্দেশ্য বলেন, ‘জয় গুরুত্বপূর্ণ জায়গাতেই আছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *