Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামে শীত ও কনকনে ঠান্ডায় দুর্ভোগে জনজীবন

Published

on

শাহ্ আলম, কুড়িগ্রাম: উত্তারাঞ্চলের সীমান্ত ঘেষা কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীত ও কনকনে ঠান্ডার সাথে উত্তরীয় হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষজন। সন্ধা নামার আগেই ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা জনপদ। রাত বাড়ার সাথে সাথেই বাড়ছে শীতের তীব্রতা। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগছে খেটে খাওয়া মানুষসহ বৃদ্ধ ও শিশুরা।
গত এক সপ্তাহ ধরে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। বিশেষ করে চর-দ্বীপচরসহ নদী তীরবর্তী এলাকায় শীত বেশী অনুভুত হওয়ায় শীতকষ্টে দিনাতিপাত করছে এখানকার মানুষেরা। গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের মানুষেরা কাজে বের হতে পারছে না। খড় কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকেই। দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোঃ জাকির হোসেন জানান, এ অঞ্চলের সর্বনি¤œ তাপ মাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *