Connect with us

জাতীয়

বিএনপিকে আর গণহত্যা করতে দেওয়া হবে না

Published

on

আন্দোলনের নামে বিএনপি ৫ জানুয়ারি গণহত্যা চালিয়েছিল, এমন অভিযোগ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘সেই পরিস্থিতি অত্যন্ত যোগ্যতার সঙ্গে মোকাবিলা করে শেখ হাসিনা রক্ষা করেছিলেন।’ বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘এই দেশে আর কোনো গণহত্যা করতে দেওয়া হবে না। এই দেশের অগ্রগতি ও অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না। দুই দুবার শিক্ষা দেওয়া হয়েছে। যদি শিক্ষা না পেয়ে থাক, তাহলে ২০১৯ সালের নির্বাচনে বাংলার মানুষ তাদের চিরদিনের মতো গণতন্ত্রের শিক্ষা দিয়ে দিবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আমু বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে হত্যা করার উদ্দেশে আবার তারা (বিএনপি) পানি ঘোলা করতে চায়। আন্দোলনের নামে মানুষ হত্যা করতে চায়। যেমনিভাবে ২০১৫ সালে গণতন্ত্রের কালো দিবস পালনের নামে নিরীহ মানুষগুলোকে পেট্রলবোমা মেরে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে।’

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতা করবে জানিয়ে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা আশা করি, রাষ্ট্রপতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য একটি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে।’ তিনি আরো বলেছেন, ‘আমরা আশা করি, বিএনপি আর সন্ত্রাসের পথে যাবে না, নাশকতার পথে যাবে না। যদি যায় তাহলে তাদের চারম মূল্য দিতে হবে।’

জনসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সব ইস্যু হারিয়ে খালেদা জিয়া এখন মিথ্যা কর্মসূচি দিয়ে মাঠে নামতে চাচ্ছেন। আজকে (বৃহস্পতিবার) তারা সারা বাংলাদেশে গণতন্ত্র হত্যা দিবস পালনের কর্মসূচি দিয়েছিল। কিন্তু কোথাও তাদের নেতা-কর্মীকে দেখা যায়নি। জনগণ তাদের প্রতিহত করেছে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন-আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, সাংসদ শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি আবু মোহাম্মদ মান্নাফী প্রমুখ। সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতার হোসেন ও উপপ্রচার সম্পাদক মামুনুর রশীদ শুভ্র।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *