Connect with us

ঢাকা বিভাগ

ফরিদপুের ফেন্সিডিল সহ ইউপি মেম্বর গ্রেফতার।

Published

on

মোঃ খালেদুর রহমান, ফরিদপুর ঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৭ জানুয়ারী ২০১৭ ইং তারিখ ০১৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সাতৈর বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সৈয়দপুর সাকিনস্থ ইসলামিক মিশনের সামনে রাস্তার উপর মোটর সাইকেল যোগে দুইজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ ফারাজুল হক এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ০১৪৫ ঘটিকার সময় উল্লিখিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা একজন ব্যক্তিকে মোটর সাইকেলসহ ঘেরাও পূর্বক আটক করে এবং অপর একজন ব্যক্তি পালিয়ে যায়। ধৃত আসামী ও পলাতক আসামী সম্পর্কে স্থানীয় লোকজনের নিকট জিজ্ঞাসাবাদে তাদের নাম ধুত আসামী ১। মোঃ দুলাল বিশ্বাস(৫০)(বর্তমান মেম্বার), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ মৃত আদম বিশ্বাস, সাং-সৈয়দপুর, ২। পলাতক আসামী মোঃ আল আমিন শেখ(৩৫), পিতাঃ মোঃ আকুব্বর শেখ @ বেল আকু, সাং-গুনবাহা কামার গ্রাম, ইউনিয়নঃ গুনবাহা, উভয় থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীর দেহ বিধি মোতাবেক তল্লাশীকালে ধৃত আসামীর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট হতে একটি নীল রংয়ের ছোট পলিথিনের প্যাকেটে রক্ষিত ১৯০ পিচ লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং তার কাধে ঝোলানো অবস্থায় থাকা একটি কালো রংয়ের পলিষ্টার কাপড়ের তৈরী দুই পাশে কালো ফিতা দ্বারা মুখ আটকানো ব্যাগে রক্ষিত ১৮ বোতল কথিত ফেন্সিডিল (কোডিন) এবং ধৃত আসামীর দখলে থাকা একটি সাদা ও লাল রংয়ের ১৫৩ সিসি ঋতঝ ণঅগঅঐঅ মোটর সাইকেল, যার চেসিস নম্বর অস্পষ্ট, ইঞ্জিন নম্বর-২১ঈ৮০৩৬৮৪৯ (ডিজিটাল নম্বর প্লেট সংযুক্ত) যার নম্বর-উঐঅকঅ-গঊঞজঙ-খঅ-২৩২৮৬৫ উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল সম্পর্কে আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী ও পলাতক আসামী দীর্ঘ দিন যাবৎ একে অপরের যোগসাজশে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *