Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ধলডাংগা সীমান্ত থেকে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

Published

on

Kurigram Drug Recovered by BGB photo- 28.04.15শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের ধলডাংগা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবির সদস্যরা। আটককৃত মদের মূল্য মূল্য ৩৩ হাজার টাকা।

মঙ্গলবার ভোররাতে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ ধলডাংগা বিওপির হাবিলদার মোঃ সহিদুর রহমান এর নেতৃত্বে বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য আটকের উদ্দেশ্যে ফুলবাড়ি উপজেলাধীন ধলডাংগা তিলাই নামক এলাকায় অবস্থান গ্রহণ করে। পরে একদল চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দল তাদেরকে থামতে বললে তারা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ২২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে ধলডাংগা বিওপির হাবিলদার মোঃ সহিদুর রহমান জানান, আটককৃত মদ কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *