Connect with us

ঝিনাইদহ

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত, অস্ত্র-গুলি ও বোমা উদ্ধার

Published

on

Jhenidah gun fight 1 death photo 02-07-16 (1)

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পোড়হাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি কবর স্থান এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ইবনুল ইসলাম পারভেজ (২৯) নামে এক শিবির নেতা নিহত হয়েছেন। পারভেজ ঝিনাইদহ শহরের বনানীপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঝিনাইদহ শহর শিবিরের সাবেক সভাপতি ছিলেন। বন্দুকযুদ্ধে পুলিশের দুই কনস্টেবল আরিফ ও সামান্ত কুমার আহত হন। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৩ টার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ নিহতর পরিচয় নিশ্চিত করতে না পারলেও লাশটি শিবির নেতা পারভেজের বলে তার স্বজনরা সকালে হাসপাতালে এসে সনাক্ত করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, শনিবার রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পুলিশের একটি গাড়ী টহল দিচ্ছিল।
রাত আড়াইটার দিকে গাড়ীটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে আড়–য়াকান্দি কবর স্থান এলাকায় পৌছালে দুবৃর্ত্তরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট বন্দুক যুদ্ধ হয়। এক পর্যায়ে অপর দিক থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করে এবং ১ টি দেশীয় তৈরী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৫ টি বোমা, ২ টি ছোরা, ১ টি চাপাতি ও ২ টি হাসুয়া উদ্ধার করে। এ বন্দুকযুদ্ধে পুলিশের ২ জন সদস্য আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতর বাবা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, গত ১৬ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নাম্বার রোডের ১১ নাম্বার বাসার ৬ তলা থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায় পারভেজকে ।
উল্লেখ্য শুক্রবার ভোর রাতে সদর উপজেলার তেতুলবাড়ীয়া নামক স্থানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সদর উপজেলার বদনপুর গ্রামের শহীদ আল মাহমুদ (২৪) ও কুষ্টিয়ার আনিসুর রহমান (২৫) নামের দুই শিবির কর্মী নিহত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *