Connect with us

দেশজুড়ে

দেবীগঞ্জের ডাডুয়ায় আগুনে ৮ টি বাড়ী পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি

Published

on

দেবীগঞ্জ প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ডাডুয়া গ্রামের হিন্ধু বস্তিতে
আগুন লাগে ৮টি বাড়ী পুরে প্রায় ২০/৩০ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেশি
জানিয়েছেন।গতকাল রাত ৮টার সময় ঠাকুর ঘরে সন্ধাবাতি হতে আগুন লেগেছে বলে গ্রাম পুলিশ অবিরাম রায় জানান।
তিনি বলেন তার নগদ ১০০০০ টাকা সোনার গহনা সহ মোট ৪০/৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং
তার আইডি কার্ড,জমির দলিল সহ যাবতীয় কগজ পত্র পুরে ছাই হয়েগেছে।মোট ৮ টি বাড়ী পোড়া গেছে তারমধ্যে গজেনন্দ্র,পুন্য চন্দ্র,দধি মহন,রতন,কালি কুমার,নিতাইওশচিনের বাড়ী পুড়ে ছাই হায়েগেছে।মোট ক্ষতির পরিমান আনুমানিক ৪০/৫০ লক্ষ টাকা।খবর শুনে জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার জনাব হারু অর রশিদ বঙ্গজননী ফাউন্ডেশন হতে ১৬ টি কম্বলও দুইবস্তা চাউল তাৎক্ষনিক বিতরন করেন।চেংঠির চেয়ারম্যান বাবু অনিল চন্দ্র রায় ত্রান তহবিল হতে
২৬ টি কম্বল দেন পাশাপশি এলাকাবাসীও সাহায্যের হাত বারিয়ে দিছেন বলে ক্ষতিগ্রস্তরা জানান।এখন তারা খোলা আকাশের নিচে তাবু টাঙ্গিয় কোনমতে দিন পার করছেন।আজ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমান উল্লাহ্ বাচ্চু ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ টি করে কম্বল ও চাউল বিতরন করেন।আরওযারা উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাবু অনিল চন্দ্র,ওআকতারুন্না সাকী।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *