Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে ড্রাম চিমনি ৩টি ইটভাটায় অভিযান

Published

on

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গলবার অবৈধভাবে নির্মিত ৩টি ড্রাম চিমনি ব্যবহার করা ইটভাটায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দিনব্যাপী অভিযান করে চিমনি ক্ষতিসাধন ও আগুন দেওয়া ভাটায় পানি দিয়ে নিভিয়ে দেয়। জানা গেছে, চলতি মৌসুমে ইট প্রস্তুত করণ ও পোড়া আইন অমান্য করে উপজেলার রামভদ্রপুর মৌজায় ডাবলু ইটভাটা, হরিপুর মৌজায় আর.এর.আর, চকদলু মৌজায় এম.এস.বি ইটভাটা স্থাপন করে। বন পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই লাইসেন্স বিহীন ৩টি ইটভাটায় ইট পোড়ানোর কাজ চলছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শুধু ড্রাম চিমনিই নয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে গাছ পুড়ছে মহোৎসবে। এই অপরাধের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় দিনাজপুর সামাজিক বন বিভাগের চরকাই ফরেস্ট রেঞ্জের নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার উপস্থিত ছিলেন। এলাকার কৃষকেরা অভিযোগ করে জানান, ভাটাগুলোর পাশেই তিন ফসলি কৃষি জমি ও উন্নত প্রজাতির আমবাগান ইটভাটার ধোয়ায় ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *