Connect with us

দেশজুড়ে

পঞ্চগড়ের বোদায় ভুমিহীন কন্যা মৌসুমি গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

Published

on

mosomi

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ভুমিহীন কন্যা মৌসুমী বেগম এবারের এসএস,সি (ভোকঃ) পরীক্ষায় বোদা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে বোদা উপজেলা সংলগ্ন সাতখামার গ্রামের মৃতঃ দারাজউদ্দীন ও মল্লিকা বেগমের কন্যা। ভুমিহীন কন্যা মৌসুমীর ছোট বেলায় বাবা মারা যায়, তার মা মানুষের বাড়িতে ঝিঁ এর কাজ করে সরকার চালান। তাদের কোন জমিজমা নেই। অন্যের জমিতে বসবাস করে আসছেন। দুই বোন, দুই ভাইয়ের মধ্যে সবার ছোট মৌসুমী। দুই ভাই বাইরে চলে গেছেন। বড় বোনকে অনেক কষ্ট করে কোন মত বিয়ে দিয়েছেন তার মা বলে জানান হতদরিদ্র মেধাবী ছাত্র মৌসুমী। গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পেছনে তার স্যারদের অনুপ্রেরণ সবচেয়ে বেশী কাজ করেছে বলে তিনি জানান। অভাব অনটন থাকার পরও মৌসুমী পিছনের দিকে ফিরে তাকানি। সে বড় হয়ে মানুষের মত মানুষ হবে এমন একটি লক্ষ নিয়ে পড়াশুনা করে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। কিন্তু তার মধ্যে একটি ভয় ও সংশয় কাজ করছেন উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেতে। কারন ম্যাধ্যমিকের চেয়ে উচ্চ মাধ্যমিকে পড়তে অনেক টাকা লাগবে। তার মার পক্ষে মানুষের বাড়িতে ঝি এর কাজ করে এত টাকা যোগার করা অসম্ভব। সে যদি সরকারি বা বে-সরকারি ভাবে কোন সুয়োগ সুবিধা যদি পায় তাহলে তার বড় হওয়ার স্বপ্ন হয়তো পুরণ হতে পারে। এই জন্য তার মা সমাজের স্ব-হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতা আশা করছেন।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *