Connect with us

দেশজুড়ে

পাটগ্রামে বিলুপ্ত ছিটমহলে ভূট্টা ক্ষেত কর্তন নিয়ে দুই পক্ষে সংঘর্ষে আহত ৬

Published

on

04Aরমজান আলী, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে বিলুপ্ত ১৪ নম্বর ছিটমহলের বাসিন্দা ফজলার রহমান গং ও দুলাল হোসেন গংয়ের মধ্যে জমির ভূট্রা ক্ষেত কর্তন নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ৬জন আহত হয়েছে। ফজলার রহমান গংয়ের আহতদের মধ্যে লুৎফর রহমান(৪৫) নামে এক ব্যক্তির হাত ভেঙে যাওয়ার কারণে তাকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেকস থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মৃত আব্দুল গফুরের ছেলে দুলাল হোসেনের ছোট ভাই আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন, বিলুপ্ত ১৪নম্বর লতামারী ছিটমহলের বাসিন্দা মৃত ফজর উদ্দিনের ছেলে আজিমুদ্দিন(৫৫) লুৎফর রহমান(৪৭) আজিমুদ্দিনের ছেলে হাসিকুল ইসলাম(৩০) মৃত জফর উদ্দিনের ছেলে হাফিজার রহমান, মৃত আব্দুল গফুরের ছেলে আবু হোসেন(৩৮), আবু দাউদ(৩২) ও আবু দরদা(৩৫)।

আহত ব্যক্তি ও এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন থেকে ফজলার রহমান গং ও দুলাল হোসেন গংয়ের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব শত্র“তা রয়েছে। এরমধ্যে শুক্রবার রাতে কে বা কাহারা দুলাল গংয়ের প্রায় ৪০ শতাংশ জমির ভুট্টা ক্ষেত কর্তন করে। এ ঘটনায় দুলাল হোসেন গং ফজলার রহমান গংয়ের পরিবারের উপর দোষ চাপিয়ে দিয়ে ওই পরিবারের তামাক ক্ষেত শনিবার সকাল ৮টায় কর্তন করতে গেলে কর্তনে বাধা দেয় ফজলার গংরা। এতে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।

পাটগ্রাম উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার আবু মুসা জানান, ‘ছিটমহলের দুই পক্ষের মোট ৬ ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে লুৎফর রহমানের হাত ভেঙে যাওয়ার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ৬ ব্যক্তির ছিলা-ফুলা ও মাথায় আঘাত পেলেও তেমন বড় কোনো আঘাতের ঘটনা ঘটেনি। তারা পাটগ্রাম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।’

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম বলেন, ‘এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অপর আসামীদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *