Connect with us

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতি ৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

Published

on

গোপালগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ টুঙ্গিপাড়া পৌঁছে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

পরে পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদনের পর স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার আন্দোলনের ডাক হম্বিতম্বি ছাড়া আর কিছুই নয়। অতীতেও তিনি আন্দোলন করেছেন। তার আন্দোলনে মানুষের কোন সম্পৃক্ততা নেই। জনগণের কোন ভূমিকা নেই। তিনি অনেক কিছুই চিন্তা করেন। অনেক কিছুই স্বপ্ন দেখেন। এ চিন্তা থেকে আন্দোলনের নামে তিনি হুমকি দেন। আমাদের জনগণ এটা পছন্দ করেন না।’

সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘পাঁচ বছরের আগে নির্বাচন হবে না। সাংবিধানিকভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি অংশ নিলে জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় যাবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সততা নিষ্ঠা ও বিস্বস্ততার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘সমুদ্রে মানব পাচারকারী, সহয়তাকারী, আশ্রয়দাতাসহ সবার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে। স্বল্প খরচে সহজে বিদেশে মানুষ পাঠানোর ব্যবস্থা করে সমুদ্র পথে মানব পাচার বন্ধ করা হবে।’

ডাক তার ও টেলি-যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মেধা ও শ্রম দিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত করে গতিশীল করব। অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করব। প্রধানমন্ত্রীর পরামর্শে তার নির্দেশিত পথে দেশের জনগণের সেবা করে যাব।’

এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধূরী এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, শেখ আব্দুল হালিম, সেলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন, পুলিশ,প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *