Connect with us

জাতীয়

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Published

on

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তিনি  এক অভিনন্দন বার্তায় বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ দলের কোন খেলোয়াড় সেঞ্চুরি লাভ করায় মাহমুদুল্লাহ রিয়াদকেও বিশেষ অভিনন্দন জানান তিনি। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী, অভিনন্দন বার্তায় ক্রিকেটভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। রয়েল বেঙ্গল টাইগারের অমিত তেজ ও অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে। অষ্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত আজকের (সোমবার) এ খেলায় বাংলাদেশ দল ১৫ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে এ অভূতপূর্ব বিজয় অর্জন করে।

কোয়ার্টার ফাইনালে যাওয়ায় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, ব্রিটিশ হাইকমিশনার, আসিসি’র সভাপতি, ক্রীড়া প্রতিমন্ত্রী  প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক–সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *