Connect with us

আন্তর্জাতিক

বাগদাদে বোমা হামলায় নিহত ২৩

Published

on

d03bbfdf78c8451594c487c7287cf6c1_18আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদের একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় আড়াই ডজন লোক। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে শনিবার (৭ ফেব্র“য়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রেস্টুরেন্টটিতে খাবারগ্রহণ ও আড্ডারত লোকজনের সমাগমকে লক্ষ্য করে আত্মঘাতী হামলাকারী শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই ব্যাপক হতাহত হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও ক’জনের। তবে, কারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সূত্র। শনিবার এমন সময়ে এ আত্মঘাতী হামলা চালানো হলো যখন ইরাকি সরকার দেশটিতে প্রায় একদশক ধরে জারিকৃত রাত্রিকালীন কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে। কারফিউ প্রত্যাহারে গত ৫ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির নেওয়া এ সিদ্ধান্ত শনিবার থেকেই বলবৎ হওয়ার কথা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *