Connect with us

বিনোদন

বাপ্পি-মাহি অভিনীত ‘অনেক দামে কেনা’ পিছিয়ে গেল

Published

on

1406301682_9বিনোদন ডেস্ক:

পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত বাপ্পী ও মাহি অভিনীত ‘অনেক দামে কেনা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ মে। কিন্তু বর্তমানে দেশের চলমান পরিস্থিতি এবং চলচ্চিত্রের ব্যবসায়িক মন্দাবস্থার জন্য ১৫ মে ‘অনেক দামে কেনা’ ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে না। ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া সম্পর্কে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ছবিটির শ্যুটিংই এখনও শেষ হয়নি। ১২ থেকে ১৩ ও ২৫ থেকে ২৬ এপ্রিল শ্যুটিং করা হবে। এরপর আমরা সেন্সরে জমা দিব। তারপর আমরা ছবি মুক্তির জন্য নতুন তারিখ নির্ধারণ করব। হরতাল বা রাজনৈতিক পরিস্থিতির কারণে ছবির শ্যুটিং করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছিল। যার কারণে আমাদের নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় লাগছে।’ ছবিটি চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইট’ এর ছায়া অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর নতুন ছবি নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের খল চলচ্চিত্র অভিনেতা ডিপজল। ছবির গল্পে দেখা যাবে ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্বের জ্বালায় রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানান ডিপজল। তখন ফ্ল্যাশব্যাকে উঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার সম্পর্কের কথা। ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *