Connect with us

রাজনীতি

বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করে না – খালেদা জিয়া

Published

on

kjia

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করে না। এই দেশ সবার, সবাই এখানে বাংলাদেশি। এটাই সব ধর্মের মানুষের বড় পরিচয়।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্যের আলো দেখিয়েছেন, চিনিয়েছেন কল্যাণের পথ। সব প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্যেও শুভ্রদীপ্ত সত্য ও ন্যায়ের পথে গৌতম বুদ্ধ মানুষকে আহ্বান করেছেন।

‘হিংসা দিয়ে হিংসার ধ্বংস নয় সে কারণেই শরণ নিতে হয় অহিংসার- মহামতি বুদ্ধের এ বাণী চিরকালীন, আজও মানব জাতির জন্য সমানভাবে প্রযোজ্য’।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, পরস্পরের মধ্যে প্রীতি ও শুভেচ্ছাবোধ আমাদের সোনালী ঐতিহ্য। বাংলাদেশে সব ধর্মের অনুসারীরা পারস্পরিক সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ। আমরা ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি। বিডিটি/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *