Connect with us

দেশজুড়ে

বেনাপোলে ভারতে পাচারের সময় তরুণী উদ্ধার, পাচারকারী আটক

Published

on

YJg3nkREvPv8কামাল হোসেন, বেনাপোল: বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গাতিপাড়া গ্রাম থেকে শনিবার ভোরে ভারতে পাচারের সময় এক তরুনী উদ্ধার।এ সময় পাচারকারীকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় দুইজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে।

আসামিরা হলো, যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আব্দুল জলিল (৩২)ও জলিলের স্ত্রী পালাতক আসামি রোজিনা খাতুন (৩০)। উদ্ধার হওয়া তরুণী নারায়ণগঞ্জ বন্দরের শাহী মসজিদ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়,গোপনে খবর আসে দুই পাচারকারী এক গার্মেন্টস কর্মী তরুণীকে মিথ্যা কাজের প্রলোভন দেখিয়ে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা করছে। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী আব্দুল জলিলকে আটক ও তরুণীকে উদ্ধার করা হয়। এসময় কৌশলে পালিয়ে যায় অপর পাচারকারী রোজিনা।বেনাপোল পোটর্ থানার এএসআই সুজিত নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ২০১২-৭/৮ ধারায় মামলা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *